প্রকাশ: ৮ অক্টোবর, ২০২২ ৩:০১ : অপরাহ্ণ
এরা আমাদের মানবশিশু নয়। এরা চতুষ্পদ ‘কুকুর’। স্কুল বাসের জন্য অপেক্ষা করছে। এই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। হবে না-ই বা কেন! তাদের লাফঝাঁপ, রাস্তা দিয়ে সাঁইসাঁই করে গাড়ি চালিয়ে যাওয়া, প্রভুভক্তি- এর বাইরে বড় কিছু একটা তো আর দেখি না। কিন্তু এই ভিডিও একেবারে তাদের নিজস্ব, তাদের কথা বলে। ফলে পোষ্যপ্রেম থাক আর নাইবা থাক, ভিডিও সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হতে দেরি হয়নি।
ভিডিওটি ট্যুইটারে আপলোড করা হয়েছে বিটেঞ্জবিডেন নামের এক প্রোফাইল থেকে, জানা যাচ্ছে যে ইউজারের আইজি হল ভিক্টোরিয়াডিডবলু৬১০৯। তিনি এই ভিডিও আপলোড করে সঙ্গে লিখে দিয়েছেন- ‘ডগ স্কুল বাসের অপেক্ষায়’! আমাদের খুদেদের যেভাবে লাইনে দাঁড় করানো হয়, এখানে সেই নিয়ম মানা হয়েছে। সবাই বেশ আহ্লাদেই শান্তিপূর্ণ সহাবস্থানে আছে।
লাইনে কীভাবে ঠেলাঠেলি না করে শান্ত হয়ে থাকতে হয়, ওরা বেশ ভালো জানে।