চট্টগ্রাম, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

প্রকাশ: ৮ অক্টোবর, ২০২২ ২:৪৮ : অপরাহ্ণ

কুড়িগ্রামে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। শনিবার (০৭ অক্টোবর) জেলার পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জাতীয় পার্টিতে যোগ দেন।

অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমানের সভাপিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এ সময় নারায়াণপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফরিদুল ইসলাম জোদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও ডা. মহসিন আলীর নেতৃত্বে পাঁচ শতাধিক বিএনপির নেতাকর্মী মোস্তাফিজুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আগামীতে জাতীয় পার্টির সুদিন আসছে। এই অঞ্চলের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থাশীল। এ জন্য বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি আরও সুসংগঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।

Print Friendly and PDF