চট্টগ্রাম, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

প্রকাশ: ৮ অক্টোবর, ২০২২ ৩:২০ : অপরাহ্ণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনে ১৭ বছরের এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সুমন, নাইম, নাজমুল, আনোয়ার ও রোমান প্রকাশ কালু। শনিবার তাদের গ্রেফতার করা হয়। এর আগে, শুক্রবার রাতে কমলাপুর রেলস্টেশনের ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা একটি লোকাল ট্রেনে ধর্ষণের ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরী তার গ্রামের বাড়ি নেত্রকোণা থেকে কমলাপুরে আসে। পরে কয়েকজন তাকে ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা একটি লোকাল ট্রেনে নিয়ে ধর্ষণ করে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ফেরদাউস আহম্মেদ বিশ্বাস জানান, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ইমরান নামে একজন পলাতক। বর্তমানে ধর্ষণের শিকার কিশোরী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

Print Friendly and PDF