প্রকাশ: ৮ অক্টোবর, ২০২২ ৩:৪৮ : অপরাহ্ণ
তিনি বলেন, বিশ্ব সংকট মোকাবিলায় আমাদের নিজস্ব যোগ্যতা বাড়াতে হবে। সবাইকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।
শনিবার রাজধানীর হোটেল লেকশোরে ‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ কৃষিকাজের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত। তবে গুরুত্বপূর্ণ হলো এই পেশাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব হয়েছে। যে বিবর্তন এসেছে এর জন্য সরকারি এবং বেসরকারিভাবে সবাই অংশগ্রহণ করেছে।
তিনি আরো বলেন, কৃষি সেক্টর স্বীকৃত হওয়ার ফলে কাজ করার জন্য এক ধরনের শক্তি সঞ্চার হয়েছে। সবার কাজের ফলে এটি সম্ভব হয়েছে। এককভাবে কৃতিত্ব নেয়ার কিছু নেই। সরকারের সঠিক পরিকল্পনা এবং বাজেটে তা রূপান্তরের ফলে আমরা এগিয়ে যাচ্ছি। সারাদেশে একসঙ্গে সব ঘরে বিদ্যুৎ পাওয়া যাবে এটা এক সময় কেউ চিন্তা করেনি। বর্তমান সরকার তা বাস্তবায়ন করেছে।
নেদারল্যান্ড অ্যালামনাই অব বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে। এতে আরো বক্তব্য রাখেন- নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এএনই ভ্যান লিওন।