প্রকাশ: ৬ অক্টোবর, ২০২২ ১২:৪৪ : অপরাহ্ণ
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইসরাত জাহানের মামলায় আদালতে হাজিরা দেন আল আমিন। এরপর আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব দাখিল করেন। সেখানে উল্লেখ করা হয়, আল আমিন গত ২৫ আগস্ট তার স্ত্রীকে তালাক দিয়েছেন।
তবে তালাক সংক্রান্ত কোনো কাগজ হাতে পাননি বলে জানিয়েছেন ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান।
এর আগে, বৃহস্পতিবার সকালে পৃথকভাবে আদালতে আসেন ক্রিকেটার আল আমিন ও ইসরাত জাহান। এ সময় ইসরাতের সঙ্গে তার দুই সন্তানও ছিল।