চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী: সাধন চন্দ্র মজুমদার

প্রকাশ: ৬ অক্টোবর, ২০২২ ২:১৩ : অপরাহ্ণ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এ জন্য সব ধর্মের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার।

বুধবার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ দিনে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এ সময় হাজিনগর মন্দির কমিটির সভাপতি বিভূতিভূষণ, জীবন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে, মন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র এবং অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।

Print Friendly and PDF