চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বাংলাওয়াশ’ সিরিজে ওপেনিংয়ে শান্তই কি সমাধান!

প্রকাশ: ৬ অক্টোবর, ২০২২ ২:২৮ : অপরাহ্ণ

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ‘বাংলাওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ’ দিয়ে প্রস্তুতির শেষ সুযোগ পাচ্ছেন শান্ত-আফিফরা।

শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ জয় লক্ষ্য নয় এবার, বরং টাইগারদের সেরা টিম কম্বিনেশন খুঁজে পাওয়াটাই অগ্রাধিকার পাচ্ছে এই সিরিজে। এমনটাই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলে বিশ্বকাপের ভেন্যু অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে বলে মনে করেন জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন। গতকাল (৫ অক্টোবর) ঢাকায় ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

বাশার বলেন, ‘একটা ভালো সুবিধা যে কন্ডিশন কিছুটা একই পেয়েছি আমরা। আমাদের যাদের সঙ্গে খেলা হচ্ছে কঠিন প্রতিপক্ষ। দুদল নিউজিল্যান্ড এবং পাকিস্তানের হয়তো এই বিশ্বকাপ জেতার অনেক বড় সুযোগ আছে। একটা ভালো সিরিজ খেলেই কিন্তু আমরা বিশ্বকাপে যাচ্ছি। প্রস্তুতিটা কিন্তু খুব ভালো হবে। আশা করছি, আমরা ভালো খেলব, যদি ভালো খেলতে পারি সেটা বিশ্বকাপে হেল্প করবে।’

এশিয়া কাপ থেকেই বাংলাদেশ ওপেনিং পজিশনে খুঁজছে ভিন্ন সমাধান। ত্রিদেশীয় সিরিজে সম্ভাব্য সেরা কম্বিনেশন খুঁজে পেতে এই জায়গায় চলতে পারে আরও পরীক্ষা-নিরীক্ষা।

এ নিয়ে সুমন বলেন, ‘আমাদের শান্ত (নাজমুল হোসেন) আছে ওপেনার হিসেবে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট সবার আগে আমাদের সর্বোচ্চটা তৈরি করে ফেলবে এ সিরিজে যে বিশ্বকাপে আমরা কাদের নিয়ে খেলব। বিশ্বকাপে গিয়ে কিন্তু দেখার সুযোগ থাকবে না। এখানে হয়তো টিম ম্যানেজমেন্ট আরেকটা কম্বিনেশন চিন্তা করতে পারেন।’

তিনি আরো বলেন, ‘শেষ সুযোগ আমাদের এই টুর্নামেন্ট। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট দেখবেন অন্য কাউকে ওপেনিং করানো যায় কি না বা এটা নিয়েই বিশ্বকাপে যাবেন কি না। এই সিরিজে যারা ওপেন করবেন টপ অর্ডার খেলবে তারাই বিশ্বকাপে কন্টিনিউ করবেন।’

Print Friendly and PDF