চট্টগ্রাম, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কা, চালক নিহত

প্রকাশ: ৩ অক্টোবর, ২০২২ ৩:০৩ : অপরাহ্ণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাট বোঝাই একটি ট্রাকে পেছন থেকে অন্য একটি চলন্ত ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। সোমবার (০৩ অক্টোবর) সকালে আলমডাঙ্গার গোকলখালি বাজারের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম আওয়াল। তিনি রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকার বাসিন্দা।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গোকলখালি বাজারে পাট বোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মেহেরপুরগামী একটি চলন্ত ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ধাক্কা দেয়া ট্রাকটির চালকের মৃত্যু হয়। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Print Friendly and PDF