চট্টগ্রাম, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ , ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ মাসের মধ্যে আকরিক লোহার দাম সর্বোচ্চ

প্রকাশ: ২ অক্টোবর, ২০২২ ৪:০০ : অপরাহ্ণ

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম আবার বেড়েছে। বিশেষ করে চীনের দালিয়ান বেঞ্চমার্কের চুক্তি মূল্য ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। মাসিক ভিত্তিতে গত মার্চের পর যা সর্বোচ্চ।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, শীর্ষ ইস্পাত উৎপাদক চীনে অবকাঠামো নির্মাণ সামগ্রীর চাহিদা বাড়ার প্রত্যাশায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলে লৌহ আকরিকের মূল্য বেড়েছে।

গত শুক্রবার চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আকরিক লোহার জানুয়ারির চুক্তি মূল্য শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টন বিক্রি হয়েছে ৭২৩ ইউয়ানে (চীনা মুদ্রা)।  তবে টানা দ্বিতীয় প্রান্তিকে শক্ত ধাতুটির দর নিম্নমুখী রয়েছে।

অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞমার্ক অক্টোবরের চুক্তি মূল্য ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। টনপ্রতি লৌহ আকরিক বিকিয়েছে ৯৬ ডলার ৫০ সেন্টে। তবে টানা দ্বিতীয় প্রান্তিকে কঠিন ধাতুটির দর নিম্নমুখী রয়েছে।

বিশ্লেষকরা বলেছেন, ১ অক্টোবর থেকে শুরু হওয়া চীনের গোল্ডেন সপ্তাহের ছুটির আগে চাহিদা পুনরুদ্ধার হয়েছে। সেই সঙ্গে দেশটির ইস্পাত কারখানায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এতে লোহা আকরিকের দাম বৃদ্ধি পেয়েছে।

Print Friendly and PDF