চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষ, নিহত ১২৯

প্রকাশ: ২ অক্টোবর, ২০২২ ১০:৪৯ : পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের মালাং শহরে একটি ঘরোয়া ফুটবল ম্যাচ নিয়ে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮০ জন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পূর্ব জাভা প্রদেশের পুলিশ জানায়, ইন্দোনেশিয়ায় ফুটবলের দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ১২৯ জন নিহত হন।

 

রোববার ইন্দোনেশিয়ান প্রিমিয়ার লীগ খেলাতে আরেমা মালাংকে পারসেবায়া ৩-২ গোলে পরাজিত করে। দুই দলের সমর্থকদের মধ্যে স্টেডিয়ামের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হলে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। এতে সমর্থকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।

পূর্ব জাভা পুলিশ প্রধান নিকো আফিনতা জানিয়েছেন, স্টেডিয়াম থেকে বের হওয়ার গেটে শত শত দর্শক টিয়ারগ্যাস এড়াতে দৌড় দেয়। এতে দমবন্ধ হয়ে কিছু এবং পদদলিত হয়ে বাকিদের মৃত্যু হয়। কমপক্ষে ৩০০ জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। অনেকে হাসপাতালে নেওয়ার পথে আবার কেউ কেউ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

Print Friendly and PDF