চট্টগ্রাম, রোববার, ২৭ অক্টোবর ২০২৪ , ১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের ৪ অঞ্চলকে রাশিয়ার অধিভুক্তের ঘোষণা দিলেন পুতিন

প্রকাশ: ১ অক্টোবর, ২০২২ ১১:৪৬ : পূর্বাহ্ণ

ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অধিভুক্তের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ক্রেমলিনে এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসি’র।

পুতিন বলেন, চারটি ইউক্রেনীয় অঞ্চল তিনি সংযুক্ত করার যে পরিকল্পনা করেছিলেন তাতে সিদ্ধান্ত দিয়েছে সেখানকার বাসিন্দারা। মানুষজন তাদের সিদ্ধান্ত দিয়েছে। তবে পশ্চিমা ও আইন বিশেষজ্ঞরা এই গণভোটকে অবৈধ বলে নিন্দা করেছেন।
তিনি বলেন, আমি নিশ্চিত যে ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ার চারটি নতুন অঞ্চল, রাশিয়ান ফেডারেশনের চারটি নতুন অঞ্চলকে সমর্থন করবে। কারণ এটি লাখ লাখ মানুষের ইচ্ছা।

এদিকে বক্তব্য শেষে চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ডকুমেন্টে সই করেন পুতিন। এসময় তিনি বলেন, পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করার চেষ্টা করছে।

Print Friendly and PDF