চট্টগ্রাম, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করলো বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১২:০১ : অপরাহ্ণ

উৎসবমুখর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর। নগরীর আন্দরকিল্লায় কেক কাটা কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ রবিউল আলম বাঁধন।
সংক্ষিপ্ত সভায় সংগঠনের সভাপতি সৈয়দ রবিউল আলম বাঁধন বলেন, পড়ালেখার পাশাপাশি অর্জিত শিক্ষা দেশ ও দেশের মানুষের জন্য সঠিকভাবে কাজে লাগিয়ে জাতির উন্নয়নে সকল শিক্ষার্থী কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বর্হিবিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য জয় বড়ুয়া, আব্দুল্লাহ আল মামুন, ফয়সাল আহম্মেদ, মো: আকিব জাবেদ, ওবায়দুর রহমান তুহিন, সৈয়দ উজ্জ্বল, সৈকত দেব মুন্না, সুস্ময় চৌধুরী মন্টি, ইমতিয়াজ উদ্দিন মিনার, মাশাহিদ হাসান, মো: সাফায়েত ইসলাম, অর্পণ পার্থ, সৌরভ দাশ, সূর্য মুখ্যার্জী, মো: সামি সুফিয়ান, অন্তু চক্রবর্তী, প্রান্ত সাহা, পূজন, সুদীপ্ত বণিক, দিগন্ত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Print Friendly and PDF