প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪০ : পূর্বাহ্ণ
মেহেরপুর সরকারি মহিলা কলেজের পাশে রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল ভঙ্গিতে টিকটকের জন্য ফটোশ্যুট করতে দেখা যায় শোভন নামের এক যুবককে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতেই ওই যুবককে আটক করেছে পুলিশ।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া টিকটক ভিডিওতে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে তোয়ালে পরা ওই যুবক অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। এসময় পাশ দিয়ে কয়েকটি মেয়ে হেঁটে যাওয়ার সময় তাদের উদ্দেশে তোয়ালে তুলে অন্তর্বাস প্রদর্শন করতেও দেখা যায় তাকে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পরই মেহেরপুর সদর থানা পুলিশ শোভন নামে ওই যুবককে ধরে নিয়ে যায়। পুলিশ জানায়, শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে থেকে আটক করা হয়েছে তাকে। আটক শোভনের বাড়ি শহরের ফৌজদারি পাড়ায়।