চট্টগ্রাম, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকা চুল তুললে কি গুনাহ হবে?

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১:১৯ : অপরাহ্ণ

বয়স্ক নারী বা পুরুষের চুল পাকা থাকলে অনেকে তুলে ফেলেন। এ পাকা চুল তুলে ফেললে কি গুনাহ হবে? এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। এ বিষয়ে ইসলাম কী বলে?

না, এটা উচিত নয়। সাদা চুলগুলো তুলে নেওয়া ঠিক নয়। আলেমদের মধ্যে কেউ কেউ এটাকে মাকরুহ হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং, কারো চুল যদি সাদা হয়ে যায়, তাহলে তিনি তুলবেন না। না তোলাই উত্তম কাজ। তুললে মাকরুহ হবে। মাকরুহ আর গুনাহ এক নয়, সেটাও বুঝতে হবে। তবে, না তোলাটাই উত্তম।

পাকা চুল মানুষের জন্য রহমত। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকা চুল উঠাতে নিষেধ করেছেন। মানুষের চুল পাকায় রয়েছে অনেক ফজিলত ও মর্যাদা। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা সাদা চুল উঠাবে না। কারণ এগুলো কেয়ামতের দিন নূর হবে। আর যে (মুসলিম) ব্যক্তির চুল বার্ধক্যের কারণে সাদা হয় তার প্রতিটি সাদা চুলের বিপরীতে একটি করে সাওয়াব লেখা হয়, একটি করে গোনাহ মাফ করা হয় এবং একটি করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়।’ (ইবনু হিব্বান)

হাদিসের বিখ্যাত গ্রন্থ নাসাঈ ও মিশকাতের বর্ণনায় এসেছে, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন। কারণ পাকা চুল হলো মুসলমানের জ্যোতি। কোনো মুসলমানের একটি চুল পেকে গেলে আল্লাহ তাআলার তার জন্য একটি নেকি লেখেন। একটি মর্যাদা বাড়িয়ে দেন এবং একটি পাপ মুছে দেন।’ (নাসাঈ, মিশকাত)

হজরত আমর ইবনু শুআইব রাহমাতুল্লাহি আলাইহি ধারাবাহিকভাবে তার বাবা ও দাদা থেকে বর্ণনা করেছেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা পাকা চুল-দাঁড়ি উঠাবে না। কেননা কোনো মুসলিম ইসলামের মধ্যে থেকে চুল পাকালে (সুফিয়ানের বর্ণনায় রয়েছে) এটা তার জন্য কেয়ামাতের দিন উজ্জ্বল নূর (আলো) হবে। (ইয়াহইয়ার বর্ণনায় রয়েছে) আল্লাহ তার প্রতিটি পাকা চুলের পরিবর্তে তাকে একটি নেকি দান করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দেবেন।’ (আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, চুল কিংবা দাঁড়ি সাদা হয়ে গেলে তা উঠানো থেকে বিরত থাকা।

Print Friendly and PDF