প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২ ৪:২৮ : অপরাহ্ণ
শনিবার এনআইডির ডিজি এ কে এম হুমায়ূন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ফিঙ্গার প্রিন্ট আপডেট করবে ইসি। যারা ১০ আঙুলের ছাপ দেননি তাদের আগামী জানুয়ারি থেকে আঙুলের ছাপ নেয়া হবে।
আগামী বছরের ডিসেম্বরে কিংবা এর পরের বছর জানুয়ারিতে দেশে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে। এরই অংশ হিসেবে ১৫০টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইসি।