চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোট দিতে লাগবে ১০ আঙুলের ছাপ: ইসি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২ ৪:২৮ : অপরাহ্ণ

১০ আঙুলের ছাপ না থাকলে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জানুয়ারিতে নতুন করে আঙুলের ছাপ নেয়া হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার এনআইডির ডিজি এ কে এম হুমায়ূন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ফিঙ্গার প্রিন্ট আপডেট করবে ইসি। যারা ১০ আঙুলের ছাপ দেননি তাদের আগামী জানুয়ারি থেকে আঙুলের ছাপ নেয়া হবে।

আগামী বছরের ডিসেম্বরে কিংবা এর পরের বছর জানুয়ারিতে দেশে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে। এরই অংশ হিসেবে ১৫০টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইসি।

 

Print Friendly and PDF