চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে অন্য কোনো দেশকে ‘কাউন্ট’ করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৫ : পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই সীমান্তে অন্য কোনো দেশকে কাউন্ট করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সীমান্তে মিয়ানমারের সংকট আরাকান সৈন্যদের সাথে। এটা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য কোন উস্কানি নয়। তা সত্ত্বেও সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি এবং বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, তারা জোর করে রোহিঙ্গা জনগোষ্টী আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনি থেকে শুরু করে সবাই সকল ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এজন্য আমরা আর কাউকে কাউন্ট করি না।

বৈঠকে তিন বাহিনী প্রধান, বিজিবি প্রধান’সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF