প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৫ : পূর্বাহ্ণ
চুম্বকের সাহায্যে
সোনা খাঁটি নাকি অন্য কোনো ধাতু মেশানো আছে সেটা জানার আরো একটা সহজ পদ্ধতি হলো চুম্বকের সাহায্যে পরীক্ষা করা। একটা ভালো মানের শক্তিশালী চুম্বক হার্ডওয়্যারের দোকান থেকে নিয়ে আসুন। এবার আপনার কেনা সোনার গয়না বা কয়েন বা বাটের কাছাকাছি নিয়ে যান। যদি দেখেন যে সোনা চুম্বকের সঙ্গে আটকে যাচ্ছে না তাহলে বুঝবেন যে সোনা খাঁটি। কারণ চুম্বক সোনাকে আকৃষ্ট করে না।
চিনামাটির প্লেট
একটি চিনামাটি বা সিরামিকের প্লেট নিন। এবার তার উপর দিয়ে সোনার গয়না রাখুন, সেটি আস্তে আস্তে ঘষুন। যদি দেখেন প্লেটের উপর কালচে দাগ পড়ছে তাহলে বুঝবেন যে সোনা কিনতে গিয়ে আপনি ঠকেছেন। আর যদি দাগ না হয় তাহলে আপনি খাঁটি সোনা কিনেছেন।
সূত্র: এই সময়