চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলের লিফটের দরজায় আটকে গিয়ে শিক্ষিকার মৃত্যু

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫১ : পূর্বাহ্ণ

স্কুলের লিফটের দরজায় আটকে গিয়ে শিক্ষিকার মৃত্যু

স্কুলের লিফটের দরজায় আটকে গিয়ে এক শিক্ষিকার করুণ মৃত্যু হয়েছে। ২৬ বছর বয়সী ওই শিক্ষিকা শুক্রবার মারা যান। তিনি সেন্ট ম্যারি’স ইংলিশ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের উত্তরে মালাডের চিনচোলি বুন্দের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পুলিশ জানিয়েছে, জেনেল ফার্নান্দেস দুপুর ১টার দিকে দ্বিতীয় তলায় স্টাফ রুমে যাওয়ার জন্য ষষ্ঠ তলায় অপেক্ষা করছিলেন। লিফটে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে যায়।

জোন ১১-এর পুলিশ কমিশনার বিশাল ঠাকুর বলেন, যখন তিনি লিফটে প্রবেশ করেন তখন সেটির দরজা বন্ধ হয়ে যায় এবং লিফটটি চলতে শুরু করে। এসময় আটকে যান জেনেল।

স্কুলের কর্মীরা তাকে সাহায্য করতে ছুটে আসেন। তাকে লিফট থেকে টেনে বের করা হয় কিন্তু গুরুতর আহত হন। জেনেলকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিশাল ঠাকুর বলেন, প্রাথমিক তদন্তের সময় আমরা একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছি। যদি অন্য কিছু ঘটে থাকে তাহলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।

Print Friendly and PDF