চট্টগ্রাম, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নির্দেশনা না মেনে বিরোধীদের ওপর হামলা করলে ব্যবস্থার হুঁশিয়ারি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২২ ১:৪৯ : অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের

দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ বিরোধীদের উপর হামলা করলে তাকে বিচারের মুখামুখি হতে হবে। এসব ঘটনায় সরকারের দুর্নাম ছড়ানো হচ্ছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় এমন মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের।

অভিযোগ করেন, চিহ্নিত একটি মহল দেশে-বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। দেশের শাসন ক্ষমতা যেন পাকিস্তান পন্থিদের হাতে না চলে যায় তা রুখতে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এছাড়া রাজনৈতিক অনুষ্ঠানের কভারেজ নিয়ে, বেসরকারি টিভি চ্যানেলগুলোর আচরণে ক্ষোভও প্রকাশ করেন তিনি।

সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী,  জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF