প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:৪৭ : অপরাহ্ণ
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সংস্থার চট্টগ্রাম বিভাগ মানবাধিকার সম্মেলন-২০২২ উপলক্ষে ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চ্যানেল কর্ণফুলী ও সিটিজি টাইমস এর মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল আজিজ মহোদয়কে বিশেষ অতিথীর আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন দীজ্ঞহ্র ২৬ বছর যাবত দেশের গরীব, দুঃস্থ, অসহায় ও অধিকার বঞ্চিত লোকদের আইনগত সহযোগিতা ও পরামর্শ প্রদান করে আসছে। সেই মোতাবেক আগামী ২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ রোজ শনিবার অত্র সংস্থা “চট্টগ্রাম বিভাগ মানবাধিকার সম্মেলন-২০২২ উপলক্ষে বিকাল ৩.০০ ঘটিকায় চট্টগ্রামের ‘হোটেল সৈকত’ পারকি কনভেনশন হলে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।