প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:১৪ : অপরাহ্ণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে আবারও থেমে থেমে ভেসে আসছে গোলাগুলির শব্দ। টানা কয়েকদিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে হঠাৎ ভেসে আসে গোলাগুলির শব্দ।
তুমব্রু বাজারের স্থানীয় বাসিন্দা নুরুল আবছার জানান, বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ পর্যন্ত মিয়ানমারের ছোঁড়া প্রায় ৪৬টি ভারী গোলাবারুদের শব্দ শোনা যায়। হঠাৎ এত গোলাগুলির কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
জানা গেছে, এক মাসেরও বেশি সময় ধরে ঘুমধুম সীমান্তে গোলাগুলি চলছে৷ মর্টার সেলসহ ভারী অস্ত্রের গোলাবারুদের শব্দে নির্ঘুম রাত কাটছে স্থানীয় বাংলাদেশীদের। ওপারে গোলাগুলির কারণে এপারে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।