প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৫ : অপরাহ্ণ
ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, বহন ও কেনা-বেচা নিষিদ্ধ করেছে সরকার।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন।
এ ২২ দিন উপকূলীয় চিহ্নিত ৭ সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, পুলিশ, নৌ-পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।
ওইসব এলাকায় বিমানবাহিনীর হেলিকপ্টার রেকি করবে।