চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৩ : অপরাহ্ণ

সম্প্রতি স্বাস্থ্য বিভাগের অভিযানে বন্ধ ঘোষিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পুনরায় চালুর প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য সেবামুলক প্রতিষ্ঠান সঠিক নিয়মে সেবা প্রদান না করলে তাদের কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। জনগণের স্বাস্থ্য সেবা নিয়ে ছিনিমিনি খেলবে ও ব্যবসা করবে এটা সরকার করতে দিবে না।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী জেলা সদর হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, করোনাকালে চিকিৎসার জন্য রাজশাহী সদর হাসপাতাল সংস্কার করা হয়েছিল। বর্তমানে যেহেতু পরিস্থিতি বদলেছে, সেকারণে ডেন্টাল ইউনিটের পাশাপাশি সদর হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে শিগগিরই।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দ্রুতই জনবল সংকট দূর করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ বেডের আইসিইউ চালু করা হবে। হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী রাজশাহী বিভাগের সিভিল সার্জনদের সঙ্গে বৈঠকে বসেন।

Print Friendly and PDF