চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের নিয়ে নানা সমস্যার মুখোমুখি বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:০৯ : অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানবিক কারণে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের কারণে এখন নানা সমস্যার মুখোমুখি বাংলাদেশ। তাই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লং বিচ হোটেলের বলরুমে ‘নবজাগরণ : ‘অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। বিশ্বের অনেক দেশ আজকে বাংলাদেশকে রোলমডেল হিসেবে মানে। সম্প্রতি ভারত সফরে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এমন প্রশংসা করেছেন।

তিনি বলেন, জঙ্গি দমনে র‌্যাব পুলিশ একযোগে কাজ করেছে। তাই সফলতা এসেছে। শুধু জঙ্গি দমন নয়, দেশের সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে কাজ চলছে। বিশেষ করে মাদকের সঙ্গে জড়িয়ে পড়াদের বিরুদ্ধে। নানাভাবে যারা এসব অপরাধে জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে তাদের নিয়েই এ প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণের পর তাদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনা হবে।

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল কামরুল হাসান, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের জাফর আলম, কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ব লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পৌর মেয়র মুজিবুর রহমান।

Print Friendly and PDF