চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঞ্জাবে কারখানা স্থাপনের পরিকল্পনা নাকচ করল বিএমডব্লিউ

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৭ : অপরাহ্ণ

ভারতের অন্যতম অঙ্গরাজ্য পাঞ্জাবে গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনের কোনো পরিকল্পনা নেই বিএমডব্লিউর। বুধবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেছে জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

গত মঙ্গলবার পাঞ্জাবের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি) সরকার ঘোষণা দেয়, সেখানে অতিরিক্ত গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনে চুক্তি করেছে বিএমডব্লিউ। তবে এর একদিন পরই তা অস্বীকার করল জার্মান অটোমোবাইল জায়ান্টটি। তাদের এ বক্তব্যকে নিজেদের জন্য চরম বিব্রতকর বলে আখ্যায়িত করেছে পাঞ্জাব সরকার।

পাঞ্জাবের শিল্প খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে বর্তমানে জার্মানি সফর করছেন অঙ্গরাজ্যটির মূখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান। ওই দিন বিএমডব্লিউর প্রধান সদরদপ্তর পরিদর্শন করেন তিনি। সেখানেই পাঞ্জাবে অতিরিক্ত গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনের চুক্তি হয়। এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

তবে দিন না গড়াতেই তা নাকচ করে বিএমডব্লিউ। প্রতিষ্ঠানটি স্রেফ জানিয়ে দিয়েছে, পাঞ্জাবে উৎপাদন কার্যক্রম চালু করার কোনো পরিকল্পনা তাদের নেই।

এক বিবৃতিতে বিএমডিব্লিউ জানিয়েছে, ভারতের চেন্নাইতে উৎপাদন কারখানা, পুনেতে যন্ত্রাংশ গুদাম, গুরগাঁওয়ে প্রশিক্ষণ কেন্দ্র এবং দেশের প্রধান মেট্রোপলিটনজুড়ে উন্নত ডিলার নেটওয়ার্কসহ ভারতীয় কার্যক্রমের জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ তারা। তবে পাঞ্জাবে তা সম্প্রসারণের কোনো চিন্তাভাবনা নেই।

একে নিজেদের জন্য লজ্জাকর ভাবছে এএপি পার্টি। ইতোমধ্যে এ নিয়ে সমালোচনা শুরু করেছে বিরোধী দল।

Print Friendly and PDF