প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২২ ১২:০০ : অপরাহ্ণ
আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে আবারও উত্তেজনা। দুদেশের সেনাদের মধ্যে লড়াইয়ে প্রাণ গেছে অন্তত একশো জনের।
আর্মেনিয়া প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ান জানিয়েছেন, রাতভর সংঘর্ষে দেশটির ৪৯ সেনা নিহত হয়েছে। তিনি বলেন সীমান্ত এলাকায় লড়াই অব্যাহত রয়েছে, তবে মাত্রা কিছুটা কমেছে।
তবে আজারবাইজান এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা বলছে, সীমান্তে তাদের সৈন্যদের ওপর হামলা হয়েছে এবং আজেরি সৈন্যরা শুধু তার জবাব দিচ্ছে। লড়াইয়ে ৫০ জন সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে নতুন করে শুরু হওয়া লড়াইতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।