চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ১০০

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২২ ১২:০০ : অপরাহ্ণ

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে আবারও উত্তেজনা। দুদেশের সেনাদের মধ্যে লড়াইয়ে প্রাণ গেছে অন্তত একশো জনের।

আর্মেনিয়া প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ান জানিয়েছেন, রাতভর সংঘর্ষে দেশটির ৪৯ সেনা নিহত হয়েছে। তিনি বলেন সীমান্ত এলাকায় লড়াই অব্যাহত রয়েছে, তবে মাত্রা কিছুটা কমেছে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আজেরি সৈন্যরা আর্মেনিয়ার ভেতরে বিভিন্ন টার্গেটে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

তবে আজারবাইজান এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা বলছে, সীমান্তে তাদের সৈন্যদের ওপর হামলা হয়েছে এবং আজেরি সৈন্যরা শুধু তার জবাব দিচ্ছে। লড়াইয়ে ৫০ জন সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তিন দশকের বিভিন্ন সময় সংঘাতে জড়িয়েছে প্রতিবেশি দেশ দুটি। এবারের সংঘাতের জন্য দুদেশই একে অন্যকে দায়ী করছে।

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে নতুন করে শুরু হওয়া লড়াইতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

Print Friendly and PDF