প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৭ : অপরাহ্ণ
পুরো বিষয়টির বিহিত চেয়ে এ বার আদালতের দ্বারস্থ হলেন টাইরন। যে সংস্থা ঐ রেস্তোরাঁ চালায়, তাদের কাছে ভারতীয় মুদ্রায় প্রায় দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন তিনি। তার অভিযোগ, গত পাঁচ বছর ধরে রোজই ক্রমাগত বাতকর্ম করতে হয় তাকে। এমনকি অবস্থা কখনো কখনো এমন সঙ্গিন হয়ে যায় যে, রাতে ঘুম ভেঙে যায় তার।
শুধু বাতকর্মই নয়, হাই কোর্টে টাইরন অভিযোগ করেছেন, রোল খাওয়ার পর আন্ত্রিক ও জ্বরেও ভুগতে হয়েছে তাকে। এমনকি তাকে একটানা পাঁচ সপ্তাহ বিছানায় শুয়ে থাকতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাতকর্মের কারণে তাকে জনসমক্ষে অপদস্থ হতে হয় বলেও অভিযোগ করেছেন তিনি। টাইরন ছাড়াও আরো ১৬ জন ঐ রেস্তোরাঁয় খেয়ে পেটের সমস্যায় ভুগছেন বলেও অভিযোগ। তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র: আনন্দবাজার