চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ , ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

তিমির ধাক্কায় নৌকাডুবি, নিহত ৫

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২২ ৫:৪৩ : অপরাহ্ণ

নিউজিল্যান্ডের কাইকৌরাতে গুজ বে উপকূলে একটি তিমির সাথে ধাক্কা লেগে ১১ জন যাত্রী নিয়ে একটি চার্টার ফিশিং বোট ডুবে যায়। এ সময় নৌকার পাঁচ যাত্রী প্রাণ হারান। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় পুলিশ পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, নৌকার বাকি ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে উপকূলে একা মাছ ধরতে থাকা স্থানীয় এক ব্যক্তি বলেছেন, সকালে সমুদ্রের অবস্থা ভালো ছিল এবং সমুদ্র শান্ত ছিল। জানা গেছে, একটি তিমির সঙ্গে নৌকাটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

Print Friendly and PDF