প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৪ : অপরাহ্ণ
কক্সবাজারের ঈদগাঁওতে বিয়ের আসরে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে। এ সময় নারী ও শিশুসহ সাতজন জ্ঞান হারায়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভিলেজার পাড়া এলাকার খোরশেদ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
বজ্রাঘাতের অগ্নিশিখা বাড়ির আঙ্গিনায় পড়লেও কারো শরীরে স্পর্শ করেনি, ফলে কেউ গুরুতর আহত হয়নি।
স্থানীয়রা জানান, অতিমাত্রায় বজ্রাঘাতের শব্দ শোনে নারীরা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় ওয়ার্ড মেম্বার সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।