চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে বিয়ে বাড়িতে বজ্রাঘাত, আনন্দ রূপ নিলো বিষাদে

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৪ : অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে বিয়ের আসরে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে। এ সময় নারী ও শিশুসহ সাতজন জ্ঞান হারায়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভিলেজার পাড়া এলাকার খোরশেদ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

জ্ঞান হারানো সবাইকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার খোরশেদ আলমের মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। আড়াই টার দিকে বর পক্ষের লোকজন এসে হাজির হয়। তাদের আপ্যায়নের ব্যবস্থা করছিল কনের বাড়ির লোকজন। এমন সময়ে উচ্চস্বরে বজ্রাঘাতের ঘটনা ঘটে।

বজ্রাঘাতের অগ্নিশিখা বাড়ির আঙ্গিনায় পড়লেও কারো শরীরে স্পর্শ করেনি, ফলে কেউ গুরুতর আহত হয়নি।

স্থানীয়রা জানান, অতিমাত্রায় বজ্রাঘাতের শব্দ শোনে নারীরা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় ওয়ার্ড মেম্বার সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Print Friendly and PDF