প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২ ১১:১৭ : অপরাহ্ণ
ড. আকবর আলি খানের মৃত্যুতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস শোকবার্তা দিয়েছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তাটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-
ড.আকবর আলি খান একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন মানুষ ছিলেন এটা নির্দ্বিধায় সবাই স্বীকার করেন। আমার কাছে তার প্রতিভার চাইতেও বড় ছিলেন মানুষ আকবর আলি খান। তার এই মাত্রার মধ্যে কোন খাদ ছিল না। আদিষ্ট হয়ে নানা ভূমিকায় তিনি নিজেকে প্রকাশ করতে বাধ্য হলেও মানুষ আকবর আলি খান কখনো নিজেকে হারিয়ে যেতে দেননি। শক্তিধর সরকারি কর্মচারী হিসেবে তিনি আজীবন দায়িত্ব পালন করে গেছেন অথচ একই সঙ্গে তিনি সাধারণ মানুষের অকুন্ঠ ভালবাসা পেয়ে গেছেন। তাত্বিক এবং প্রায়োগিক দিক থেকে যাদের সঙ্গে তার মতের অমিল হয়েছে তারা কেউ দাবি করেননি যে তিনি ক্ষমতা দেখিয়ে যুক্তিটি নিজের দিকে নিয়ে গেলেন। তিনি সরকারি কর্মকর্তার একটি আদর্শ রূপ নিজের ভূমিকার মাধ্যমে প্রতিফলিত করতে পেরেছিলেন। তিনি মানুষের ভালবাসা পেয়েছেন, একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তাদের আস্থাভাজন ও শ্রদ্ধেয় ব্যক্তি হতে পেরেছিলেন। সরকারি কর্মকর্তার একটি আদর্শ রূপ তিনি নিজের ভূমিকার মাধ্যমে প্রতিফলিত করতে পেরেছিলেন।
আকবর আলি খানের বিদায়ে আমরা সর্ববিষয়ে জাতির মঙ্গলকামী এমন একজন মানুষকে শুধু নয় বরং কর্ম ও চিন্তার সর্ব ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে এমন একজন নিবেদিতপ্রাণ প্রখরবুদ্ধি সম্পন্ন সৎ ব্যক্তিকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। নতুন প্রজন্ম যেন তার পদচিহ্ন এবং চেতনাচিহ্ন অনুসরণ করতে উদ্দীপ্ত হয় এই কামনা করছি।