প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:৪৭ : অপরাহ্ণ
সারাবিশ্বেই ওলট-পালট হচ্ছে। বাংলাদেশের মানুষকেও হিসেব করে চলতে হবে। সবার পরিমিতিবোধ বজায় রেখে জীবন পরিচালনা করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার সাভারে সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড- সিআরপি’র আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনায় সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশে কেউ উপোষ থাকে না, কিন্তু আমরা পুরোপুরি ধনী হয়ে গিয়েছি তা বলা যাবে না।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলি খান খসরু, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।