প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:৩৮ : অপরাহ্ণ
আজও ফের গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯ টার দিকে গোলাগুলির শব্দ শুরু হয়। থেমে থেমে গুলি বর্ষণ অব্যাহত রয়েছে বলে দাবী ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের। তবে হেলিকপ্টার উড়াউড়ির কোন খবর পাওয়া যায়নি।
চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, সকাল থেকে ভারী অস্ত্রের বিকট শব্দ ভেসে আসছে। সীমান্ত এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছে।
তুমব্রু বাজারের সিএনজি অটোরিকশার লাইনম্যান নুরুল আবছার জানান, সকাল ৮ টা ৫১ মিনিট থেকে সাড়ে ৯ টা পর্যন্ত ১১ টি ভারী গোলা বর্ষণের শব্দ শোনা যায়। এখনও থেমে থেমে ফায়ারিং হচ্ছে।
গত প্রায় ১ মাস ধরে তুমব্রু সীমান্তের মিয়ানমার অংশে গোলাগুলি চলছে। ভারী অস্ত্রের বিকট শব্দে কেঁপে উঠে সীমান্ত এলাকা। গত ২৮ আগস্ট মিয়ানমারের ছোঁড়া দুটি মর্টার সেল এসে পড়ে বাংলাদেশের তুমব্রুর উত্তরপাড়ায়। এরপর ৩ সেপ্টেম্বর বাইশফাড়ি সীমান্তে আরও দুটি মর্টার সেল পড়ে। এরপর দুইদিন বন্ধ ছিল সীমান্ত উত্তেজনা। পরে ৪ সেপ্টেম্বর থেকে আবার শুরু হয়েছে গোলাগুলি।