চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত থেকে খালি হাতে ফিরছে না বাংলাদেশ: কাদের

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২২ ৬:০১ : অপরাহ্ণ

ভারত থেকে খালি হাতে ফিরছে না বাংলাদেশ। আপাতত যা পাওয়া গেছে তা যথেষ্ট। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এ কথা বলেছেন।

সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি আরও বলেন, এখনকার সঙ্কট মোকাবেলায় যা দরকার ভারত থেকে তা পাওয়া যাচ্ছে।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা যা যা চেয়েছি ভারত সব দিয়েছে। শেখ হাসিনা তিস্তার কথা বলতে ভুলে যাননি। পশ্চিমবঙ্গ থেকে কিছুটা আপত্তি আছে। আশা করি, সেটিও হয়ে যাবে। বিএনপির তো না পাওয়ার হতাশা। আমাদের না পাওয়ার হতাশা নেই। আপনারা ভারতের সঙ্গে দেওয়াল তুলেছেন, আমরা সেই দেওয়াল ভেঙে দিয়েছি। কোন দেশের ছিটমহল এতো শান্তিপূর্ণভাবে হয়নি। আপনারা তো ভুলেই যান আসল কথা বলতে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। বন্ধুত্ব থাকলে যে সমস্যা সেগুলো সমাধান হবে।

আর পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ড. মোমেনের সফরসঙ্গী হতেই হবে বিষয়টি এমন নয়। পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পর তিনি কাজ চালিয়ে যাবেন কি না তা প্রধানমন্ত্রীর বিষয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Print Friendly and PDF