প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২২ ১২:২০ : অপরাহ্ণ
আজ সকাল ১১টায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ শহীদ মিনারে নেয়া হয়েছে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান। পাশাপাশি গার্ড অব অনারও দেয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সাড়ে ১২টার পরে তাকে বিএফডিসিতে প্রথম জানাজার জন্য এবং এরপর চ্যানেল আই ভবনে দ্বিতীয় জানাজার জন্য নিয়ে যাওয়ার কথা রয়েছে। এরপর গুলশানের আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তার মায়ের কবরে দাফন করা হবে।
রোববার (৪ সেপ্টেম্বর) ৭৯ বছর বয়সে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। তিনি গত ৬০ বছরে ২০ হাজারের বেশি গান লিখেছেন বলে জানা গেছে। সংগীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে তিনি একুশে পদক লাভ করেন। এছাড়া ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
তার কালজয়ী গানের তালিকায় রয়েছে, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘আছেন আমার মোক্তার’, ‘গানের কথায় স্বরলিপি লিখে’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘এক তারা তুই দেশের কথা’ ইত্যাদি।
গাজী মাজহারুল আনোয়ার কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লেখার মধ্য দিয়ে তিনি পেশাগত জীবন শুরু করেন।