চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের মাধ্যমে তেল কেনার পরিকল্পনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২২ ৬:২১ : অপরাহ্ণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার পরিকল্পনা নেই বাংলাদেশের। তাই রাশিয়ার নয়, সরাসরি ভারত থেকে জ্বালানি পণ্যটি কেনা হতে পারে। প্রধানমন্ত্রীর ভারত সফরে এ নিয়ে আলোচনা হবে।

রোববার (৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এ আলাপ হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্য কোনো দেশের সঙ্গে এ নিয়ে আলোচনার প্রশ্নই ওঠে না।

এসময় তিনি বলেন, নতুন করে মিয়ানমারের কোনো নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না।

বিস্তারিত আসছে…

Print Friendly and PDF