প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২২ ১:২১ : অপরাহ্ণ
রাশিয়ার জ্বালানি রফতানির লাগাম টেনে ধরতে নতুন করে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে জি সেভেনভুক্ত দেশগুলো। এখন থেকে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে দেবে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোটটি। তবে রাশিয়া বলেছে, শর্ত আরোপকারী দেশগুলোর কাছে জ্বালানি বিক্রি পুরোপুরি বন্ধ করে দেবে তারা।
এক বিবৃতির বরাতে রয়টার্স জানায়, নির্ধারিত মূল্য বা তার কম দামে চুক্তি হলেই কেবলমাত্র তেল রফতানির শর্ত দেয়া হকে মস্কোকে। মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তাহবিল যোগানের সক্ষমতা কমিয়ে আনতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাস থেকে সাগরপথে জ্বালানি আনা-নেয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়েছে।
এদিকে, জি সেভেনের এমন পদক্ষেপের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মস্কো। ক্রেমলিন বলছে, মূল্য নির্ধারণকারী দেশগুলোর কাছে জ্বালানি বিক্রি পুরোপুরি বন্ধ করবে তারা। এমন পদক্ষেপের মধ্য দিয়ে বৈশ্বিক তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে বলেও দাবি মস্কোর।
প্রসঙ্গত, রাশিয়ার তেলের মূল্যসীমা বেঁধে দিতে গত কয়েক মাস ধরেই দেশগুলোকে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।