প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২২ ১:০৮ : অপরাহ্ণ
লোহিত সাগরে দুটি মার্কিন সামুদ্রিক ড্রোন জব্দ করেছে ইরানের নৌবাহিনী। তবে জব্দের কয়েক ঘণ্টা বাদেই দুটি ড্রোনই ছেড়ে দিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, লোহিত সাগরে দুটি সামুদ্রিক মার্কিন ড্রোন জব্দের পর তা ছেড়ে দিয়েছে ইরানি নৌবাহনী।
সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যুক্তরাষ্ট্র মনুষ্যবিহীন ড্রোনগুলো ছেড়েছে বলে অভিযোগ করেছে তারা। সর্বশেষ এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এমনটা ঘটলো।
শুক্রবার এক প্রতিবেদনে ইরানেও রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মার্কিন নৌবহরকে সতর্কতা জানানোর পর সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ইরানি নৌবাহিনীর বিশেষ শাখা ‘ফ্রিগেট জামারান’ বৃহস্পতিবার ড্রোন দুটি জব্দ করে। জাহাজ চলাচলের আন্তর্জাতিক রুটের নিরাপত্তা নিশ্চিতের পর ড্রোন দুটি ছেড়ে দেওয়া হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনের ওই প্রতিবেদনের ওই ভিডিওতে দেখা যায়, এক ডজনেরও বেশি ইরানি নৌবাহিনীর সদস্য তাদের জাহাজের ডেক থেকে দুটি ড্রোনকে সমুদ্রের দিকে ঠেলে দিচ্ছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের নৌবহরে ড্রোন যুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা এমনটা করেছে যখন পারমাণবিক চুক্তি নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসবে তেহরান।
ড্রোন জব্দের বিষয়টি মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্য ভিত্তিক ৫ ফ্লিটের মুখপাত্র তিমথি হকিসন জানতো বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। তবে বিষয়টি নিয়ে হকিনসকে জিজ্ঞাসা করা হলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি।
এর আগে গত মঙ্গলবার ইরানের আধা সামরিক বাহিনী- ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পোরেশন (আইআরজিসি) আমেরিকার একটি সামুদ্রিক ড্রোনকে আটক করেছিল। পরে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার সেখানে পৌঁছার পর মনুষ্যবিহীন ওই ড্রোনটিকে ছেড়ে দেয়া হয়।