প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২২ ৯:৩০ : অপরাহ্ণ
কেজিএফ ছবি দেখে বিখ্যাত হতে চাওয়া এক ভক্ত লোমহর্ষক কাণ্ড ঘটিয়েছে। ছবি দেখে অনুপ্রাণিত হয়ে সে একে একে চারজন নিরাপত্তারক্ষীকে ঘুমের মধ্যে খুন করেছে। সম্প্রতি সিসিটিভি ফুটেজে একজনকে হত্যার দৃশ্য ধরা পড়েছে। খবর এনডিটিভি’র
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে- ওই ব্যক্তির নাম শিব প্রসাদ, বয়স ১৯। সে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বাসিন্দা। এ ঘটনায় আজ শুক্রবার সকালে পুলিশ তাকে ভোপাল থেকে গ্রেপ্তার করে। তার খুনের শিকার একজনের কাছ থেকে চুরি করা মোবাইল ফোন ট্র্যাক করে তাকে ধরা হয়েছে।
সিসিটিভির ফুটেজে এক ব্যক্তিকে উপর্যুপরি আঘাত করতে দেখা গেছে। এরপর পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করেন। এই দৃশ্য কেউ দেখেনি সেটি নিশ্চিত হওয়ার পর তিনি ঘটনাস্থল থেকে সরে যান।