চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে: শেখ হাসিনা

প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২২ ৪:৩২ : অপরাহ্ণ

বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ (আইডিইবি)’র তিন দিনব্যাপি ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশন উদ্বোধনী আয়োজনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। সতর্ক থেকে কৃচ্ছতা সাধন, সঞ্চয় ও উৎপাদন বাড়ানোর তাগিদ দেন তিনি। এছাড়া প্রকল্পে অহেতুক খরচ না করার নির্দেশও দেন তিনি।

এ ছাড়া বিশ্বে বাংলাদেশি শ্রমিকের নতুন বাজার খোঁজা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly and PDF