চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে মিলবে ৩০ টাকা কেজিতে চাল

প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৩ : পূর্বাহ্ণ

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সারাদেশে ভর্তুকিমূল্যে চাল বিক্রি কার্যক্রমে শুরু হয়েছে। সারাদেশের ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।

ওএমএসের আওতায় এবার ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি পরিবারের কাছে চাল ও আটা বিক্রির পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী ৩ মাস চলবে এই কার্যক্রম।

খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, সারাদেশে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রের মাধ্যমে বিক্রি করা হবে ওএমএসের চাল। এর মধ্যে ৪০৩টি কেন্দ্রি বিক্রি হবে আটাও।

এছাড়াও টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা ওএমএস কেন্দ্রে গিয়ে নির্ধারিত পরিমাণ চাল কিনতে পারবেন। প্রতি কেজি চাল বিক্রি হবে ১৫ টাকা দরে। আর প্রতি কেজি আটার জন্য পরিশোধ করতে হবে ১৮ টাকা।

প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে টিসিবি কার্ডধারীরা ওএমএসের মতো ন্যায্যমূল্যে ১০ কেজি হিসেবে চাল পাবেন। সে পরিপ্রেক্ষিতে ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাল দেওয়া হবে।

Print Friendly and PDF