চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবে এতিমখানায় ঢুকে মেয়েদের বেদম মারধর (ভিডিও)

প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২২ ২:১৩ : অপরাহ্ণ

সৌদি আরবে একটি এতিমখানায় ঢুকে মেয়েদের মারধর করা হচ্ছে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এরপর দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

মিডল ইস্ট মনিটর বলছে, এ ঘটনা ঘটেছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর তা ব্যাপকভাবে শেয়ার করে নেটিজেনরা।

এরপরই আসির প্রদেশের কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে। সেখানে বলা হয়, আসিরের গভর্নর প্রিন্স তুর্কি বিন তালাল আল-সৌদের আদেশের পর এ বিষয়ে তদন্ত শুরু করা হবে।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, বেসামরিক ইউনিফর্ম পরা বেশ কয়েকজনসহ সৌদি নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য টেজার, বেল্ট এবং লাঠি দিয়ে নারীদের ধাওয়া করে আক্রমণ করছে। খামিস মুহাইয়ে অবস্থিত ওই এতিমখানার জীবনমান নিয়ে মেয়ে ও নারীরা অনশন শুরুর পর তারা হামলার শিকার হন।

একটি ভিডিওতে দেখা যায়, একজন নারীকে গ্রেপ্তারের জন্য ধরে রেখেছেন তিন ব্যক্তি। আর অন্য এক ব্যক্তি ওই নারীকে বেল্ট দিয়ে পেটাচ্ছেন।

https://twitter.com/i/status/1564786470719733761

Print Friendly and PDF