প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২ ২:২৮ : অপরাহ্ণ
স্ত্রী কলেজ পড়ুয়া এক ছাত্রের সঙ্গে পরকীয়ায় আসক্ত। এই অভিযোগে স্ত্রীর কোমরে দড়ি বেঁধে মারতে মারতে স্ত্রীকে থানায় নিয়ে যায় স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানায়।
ইটিভি বাংলার প্রতিবেদনে বলা হয়, স্ত্রী অর্পিতা সামন্তকে অন্য পুরুষের সঙ্গে হাতে নাতে ধরেছেন স্বামী মনিরুল শেখ।
এরপরই কোমরে দড়ি বেঁধে স্ত্রীকে থানায় নিয়ে হাজির হন তিনি। সাত বছরের বিবাহিত সম্পর্কের পরে অর্পিতা একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। মনিরুলের বাড়িতেও যাতায়াত ছিল ছেলেটির।
স্বামী মনিরুলের আরও অভিযোগ, পরকীয়ার কথা অর্পিতা অস্বীকার করলে স্ত্রীর ওপর নজর রাখতে শুরু করেন তিনি। গত শনিবার অর্পিতা বাপের বাড়ি চলে যায়। তিনি বারবার ফিরে আসার অনুরোধ করলে জানায় মঙ্গলবার বাড়ি ফিরবে অর্পিতা। সন্দেহ হয় মনিরুলের। নজর রাখতে শুরু করেন তিনি। পরে সোমবার হাতেনাতে স্ত্রীকে ধরে ফেলেন সেই ছেলের সাথে।
জানা গেছে, সাত বছর আগে ভালোবেসে বিয়ে করেন অর্পিতা-মনিরুল। এর আগে অর্পিতার একটি বিয়ে হয়েছিল। সেখানে একটি সন্তানও রয়েছে অর্পিতার। সেখানে বিচ্ছেদের পরে বাপের বাড়ি সুতাহাটাতে থাকতে শুরু করে তিনি। এরপরেই পরিচয় হয় মনিরুলের সাথে। পরে তারা বিয়ে করেন।