চট্টগ্রাম, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আকরিক লোহার মূল্য কমেছে

প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২ ১১:০২ : পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বাজারে আবারও আকরিক লোহার দাম কমেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) শক্তিশালী ধাতুটি ১০০ ডলারের নিচে বিক্রি হয়েছে। গত এক সপ্তাহে যা সর্বনিম্ন। শীর্ষ উৎপাদক চীনে কোভিড-১৯ নিষেধাজ্ঞা এবং ইস্পাত উৎপাদনে বিধিনিষেধ আরোপ করায় চাপে পড়েছে এ বাজার।

ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমার্গের এক প্রতিবেদনে বলা হয়, চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা লৌহ আকরিকের জানুয়ারি চুক্তি মূল্য ৪ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টন বিক্রি হয়েছে ৬৮৮ দশমিক ৫০ ইউয়ানে (চীনা মুদ্রা) বা ৯৯ দশমিক ৫১ ডলারে। গত ২৩ আগস্টের পর যা সর্বনিম্ন।

সিঙ্গাপুর ফিউচার্সেও আকরিক লোহার দরপতন হয়েছে। সেখানেও টনপ্রতি শক্ত ধাতুটির দাম ১০০ ডলারের নিচে নেমে গেছে। এ নিয়ে গত ৫ সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো লৌহ আকরিকের মূল্য এত নিম্নমুখী হলো।

বিশ্ববাজারে ইস্পাতের দরও হ্রাস পেয়েছে। সম্প্রতি শেনজেন ও দালিয়ানসহ বেশ কয়েকটি চীনা শহরে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কোভিড -১০০ বিধিনিষেধ বাড়ানো হয়েছে। ফলে এ বাজারে মন্দাভাব দেখা গেছে।

সম্প্রতি দেশে ইস্পাত উৎপাদন কমানোর নির্দেশ দিয়েছে চীনা সরকার। ফলে সেগুলোতে আকরিক লোহার সরবরাহ কমেছে। ফলে দামও কমছে।

Print Friendly and PDF