চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

তমব্রু সীমান্তে মর্টারশেল: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২২ ২:৫৮ : অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টার শেল এসে পড়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে নোট ভারবাল দিয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (৩০ আগস্ট) বিকেলে মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে এই প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র সচিব বলেন, ‘নোট ভার্বালের মাধ্যমে তাকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।’

রোববার দুপুরের পরপর বান্দরবানের তমব্রু সীমান্তে দুটি মর্টার শেল পড়ে থাকতে দেখা যায়। তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

এ ঘটনায় বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে বলে ওইদিনই জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য প্রতিবেশী দেশটিকে সতর্ক করে দেয়া হবে বলেও জানানো হয়।

Print Friendly and PDF