প্রকাশ: ৩০ আগস্ট, ২০২২ ১১:০৬ : পূর্বাহ্ণ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জ এলাকার জাহাঙ্গীর আলমের দায়ের করা একটি মামলার ২নং আসামি রিয়াজুল হাজী লালমনিরহাট আদালত থেকে জামিন নিয়ে অটোরিকশাযোগে নিজ বাড়িতে যাওয়ার পথে তাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
গতকাল সোমবার উপজেলার আমিনগঞ্জ এলাকার মটেরপাড় পৌঁছলে মামলার বাদীর ভাই খালেকসহ কয়েকজন অটোরিকশাটিকে দাড় করিয়ে রিয়াজুল হাজীকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।
উপজেলার মটেরপাড় এলাকার একটি ভুট্টা গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় রিয়াজুল হাজীকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।
তবে এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।