চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৯ আগস্ট, ২০২২ ১১:৩৮ : পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের বাসার পেছন থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ আগস্ট) ১১টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে গৃহকর্মীর সাহিদা আক্তারের (২২) মরদেহ উদ্ধার করে কাফরুল থানা পুলিশ।

নিহতের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। তিনি ১৩ বছর ধরে আকরাম খানের বাসায় কর্মরত ছিলেন।

পুলিশ বলছে, ঘটনার সময় আকরাম খানের বাসায় কেউ ছিলেন না। তার স্ত্রী ও মেয়ে বাসায় ফিরলে সাহিদাকে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে বাসার পাশে দুই ভবনের মাঝে সাহিদাকে পড়ে থাকতে দেখেন আকরাম খানের স্ত্রী। তখনই পুলিশকে খবর দেয়া হয়। এরপর কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে সাহিদার মরদেহ।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব বলেন, মহাখালীতে আকরাম খানের বাসায় গৃহকর্মীর মরদেহ পাওয়া গেছে। নারী পুলিশ সদস্যরা মরদেহের সুরতহাল তৈরি করছেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

এ ব্যাপারে মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দীন মোল্লা বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা আইনী প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।

Print Friendly and PDF