চট্টগ্রাম, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি ও জামায়াত আইএসআই দ্বারা পরিচালিত; হানিফের দাবি

প্রকাশ: ২৯ আগস্ট, ২০২২ ৬:১১ : অপরাহ্ণ

বিএনপি ও জামায়াত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দ্বারা পরিচালিত বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপি ও জামায়াত একই জায়গা থেকে পরিচালিত হয়। এরা কখনও আলাদা হবে না।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেন বলেও দাবি করেন মাহবুব উল আলম হানিফ। বলেন, বিএনপি-জামায়াত দলকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে হবে। হাওয়া ভবনে বসে তারেক রহমান ২১ আগস্ট হামলার পরিকল্পনা করেছিল।

Print Friendly and PDF