চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আগামী ছয় মাস চ্যালেঞ্জিং সময় পার করবে দেশের অর্থনীতি’

প্রকাশ: ২৭ আগস্ট, ২০২২ ৪:৩৬ : অপরাহ্ণ

ব্যবসার প্রায় সব সূচকে উর্ধ্বমুখী ধারার যে প্রবণতা ছিলো বাংলাদেশের তা অনেকটাই স্থিমিত হয়েছে চলমান জ্বালানি সংকটে। সরকার বর্তমান পরিস্থিতি দ্রুতই উত্তরণ করার আশ্বাস দিলেও বাস্তবতা বেশ খানিকটা সংকটজনক।

এমন পরিস্থিতিরই অশনি সংকেত দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, আগামী ছয়মাস অর্থনীতির জন্য চ্যালেঞ্জিং সময়। যেখানে সবচেয়ে বড় সংকট জ্বালানি সংগ্রহ। জানান, আগামি ছয় মাসে স্পট মার্কেটে দাম না কমলে শঙ্কায় পড়তে পারে অর্থনীতি।

শনিবার (২৭ আগস্ট) ওক্যাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আন্তর্জাতিক বাণিজ্য সামাল দিতে এখনো ডলারের উপর ভরসা সরকারের। বলেন, আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে বিকল্প মুদ্রা কেনার কথা ভাবছেন না সরকার। তবে রিজার্ভে যে মুদ্রার আধিক্য রয়েছে সে সব মুদ্রা ব্যবহার করা হতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান, সংকটের কারণে ফার্মাসিউক্যালস ভিত্তিক এপিআই শিল্প পার্কে গ্যাস সংযোগ দেয়া হয়নি।

Print Friendly and PDF