চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই

প্রকাশ: ২৪ আগস্ট, ২০২২ ৩:০৪ : অপরাহ্ণ

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টায় রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন আব্বা। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। ১টার দিকে তিনি মারা যান।

চিকিৎসকেরা জানিয়েছেন, মাহবুব তালুকদারের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

Print Friendly and PDF