চট্টগ্রাম, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন নিয়মে অফিস শুরু

প্রকাশ: ২৪ আগস্ট, ২০২২ ১১:৪০ : পূর্বাহ্ণ

জ্বালানি সাশ্রয়ে নতুন নিয়মে শুরু হলো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস। বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে দেখা যায়, প্রথমদিনে অনেকেই আগে আগে অফিসে চলে আসছেন।

জ্বালানি সাশ্রয়ে সরকারের নেয়া নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কর্মচারী ও কর্মকর্তারা। আজ থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম শুরু হয় সকাল ৮টায় থেকে। প্রতিদিন চলবে বিকাল ৩ টা পর্যন্ত।

আর ব্যাংক চলবে সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত। সপ্তাহের শুক্র ও শনিবার দুই দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সরকারি অফিসে জানালার পর্দা খুলে ফেলতে সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে। এছাড়া শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বল্প সময় চালু রাখার কথাও বলা হয়।

এদিকে, সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, যেসব জায়গায় বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয় করা যায়, তা করা হবে। কর্মঘণ্টা কমলেও সেবাদানে সমস্যা হবে না।

Print Friendly and PDF